একলাফে ১৫% কমল দেশের করোনা সংক্রমণ, গত একদিনে আক্রান্ত ৩৮,৩১০ জন


Odd বাংলা ডেস্ক: আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশি পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৩১০ জন মানুষ এবং প্রাণ হারিয়েছেন ৪৯০ জন। যার ফলে এখনও পর্যন্ত সারা দেশে মোট ৮২.৬৭ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে মোট ১ লক্ষ ২৩ হাজার ৯৭ জনের। 

পরিসংখ্যান বলছে গত রবিবারের তুলনায় এক লাফে ১৫ শতাংশ কমে গিয়েছে করোনর সংক্রমণ। সারা দেশে সুস্থতার হার গিয়ে পৌঁছেছে ৯২ শতাংশে। সারা দেশজুড়ে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭৬ লক্ষ মানুষ। পরিসংখ্যান দেখলে বোঝা যাবে, সেপ্টেম্বরের তুলনায় ভারতের দৈনিক করোনা সংক্রমণ অনেকটাই কমেছে। তবে এখনও পর্যন্ত সারা বিশ্বে সবচেয়ে বেশি করোনায় ক্ষতিগ্রস্থ দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.