'রাহুল গান্ধী নার্ভাস, রয়েছে প্যাশনের অভাব', নিজের লেখা বইয়ে রাগার সমালোচনায় বারাক ওবামা
Odd বাংলা ডেস্ক: বই লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন প্রেসিডেন্ট পদে থাকাকালীন বিভিন্ন দেশ-বিদেশের যেসব নেতা-মন্ত্রীদের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল তারই মূল্যায়ণ তিনি করেছেন তাঁর 'এ প্রমিসড ল্যান্ড' বইয়ে। আর সেই বইতেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্পর্কে তাঁর ধারণা কথা লিখতে গিয়ে ওবামা লিখেছেন, 'রাহুল খুব নার্ভাস। রাজনীতি নিয়ে তাঁর প্যাশনের অভাব রয়েছে।'
ওবামা প্রাক্তন কংগ্রেস সভাপতি সম্পর্কে আরও লেখেন যে, 'কিছু ছাত্র এমন থাকে, যাঁরা সামনের দিকের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চায়, কিন্তু পারদর্শীতার অভাবে তা করতে পারেন না। রাহুল গান্ধীও তেমন'।
এমনিতে কিন্তু রাজনৈতিক মহলে রাহুল গান্ধীর গাম্ভীর্য নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে। অনেকবার এমন হয়েছে যে, রাজ্যে ভোট চলাকালীন বিদেশে ছুটি কাটাচ্ছেন তিনি। এনিয়ে দলের অন্দরেও যথেষ্ট গুঞ্জন ছিলই। আর এবার তাঁর সমালোচনা করলেন স্বয়ং প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টও। পাশাপাশি ওবামা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, রুশ প্রেসিজেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্কেরও মূল্যায়ণ করেছেন।
Post a Comment