'কখনওই বলিনি এটা আমার শেষ নির্বাচন, মিডিয়া ভুল বুঝেছে' ভোটে জিতে ভোলবদল নীতিশের
Odd বাংলা ডেস্ক: তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করলেন নীতিশ কুমার। সদ্য নির্বাচনে জয়লাভ করে নিজের পূর্ব বক্তব্যকে খণ্ডন করলেন বিহারের মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেছেন রাজনীতি থেকে অবসর নেওয়া নিয়ে কোনও মন্তব্যই করেননি নীতিশ। মিডিয়া তাঁর কথার ভুল ব্যাখা করেছে বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন- 'এটাই আমার শেষ বিধানসভা নির্বাচন', নীতিশের কথায় শুরু হল জল্পনা
আসলে কী ঘটেছিল? বিহারের বিধানসভা নির্বাচনের শেষ দিন নীতিশ কুমার ধমদাহার র্যালিতে বলেছিলেন, 'আপনারা জেনে নিন আজ তৃতীয় দফার নির্বাচনের প্রচারের শেষ দিন। পরশু দিন নির্বাচন, আর এটাই আমার শেষ নির্বাচন। শেষ ভাল যার, সব ভাল তার। এবার আপনারাই বলুন, আমাকে ভোট দেবেন তো? আমাকে জয়ের মালা সমর্পিত করুন। ধন্যবাদ।'
বিহারের মুখ্যমন্ত্রীর বক্তব্য, প্রতিবার শেষ নির্বাচনী জনসভায় তিনি যে কথা বলে থাকেন, এ বারও তাই বলেছিলেন। তিনি বলেন, 'শেষ ভালো তো সব ভাল। আপনি যদি আমার বক্তব্য ফিরে শোনেন সব পরিষ্কার হয়ে যাবে।' নীতীশ আরও বলেন, 'যদি আমায় ভবিষ্যতে ফের কাজ করতে হয়, একই রকম নিষ্ঠার সঙ্গে করব।'
Post a Comment