পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কার দখলে বিহারের মসনদ?
Odd বাংলা ডেস্ক: কার দখলে বিহার? স্পষ্ট হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। গতকাল পর্যন্ত সমস্ত বুথফেরত সমীক্ষাতেই এগিয়ে রয়েছে মহাজোট। তবে ইঙ্গিত রয়েছে ত্রিশঙ্কু বিধানসভারও।
বিহার বিধানসভায় আসন সংখ্যা ২৪৩, আর ম্যাজিক ফিগার ১২২। অধিকাংশ বুথফেরত সমীক্ষা, কংগ্রেস ও আরজেডির জোটকে ১১০ থেকে ১২০টির মতো আসন দেওয়া হয়েছে। অন্যদিকে বিজেপি-জেডিইউ-কে দেওয়া হয়েছে ১০০ থেকে ১১০টি আসন। প্রায় সমস্ত সমীক্ষা থেকেই উঠে এসেছে এলজেপি পাবে হাতে গোনা আসন।
এবার করোনা পরিস্থিতিতে আগের বারের মতোই ৫০ শতাংশ ভোট পড়েছে। বিহার পর পরই আগামী বছর রয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। বিশেষজ্ঞদের দাবি বিহার নির্বাচনের প্রভাব পড়তে পারে এরাজ্যেও।
প্রসঙ্গত, এবছর বিহার ভোটের ইস্যু হল পরিযায়ী শ্রমিকদের সমস্যা, কর্মসংস্থান, করোনা মোকাবিলা, বন্যা মোকাবিলা, আইনশৃঙ্খলা রক্ষা এবং দলিত ও সংখ্যালঘুদের সমস্যা।
EC trends for 189 of 243 seats: NDA leading on 97 seats - BJP 53, JDU 39, Vikassheel Insaan Party 5
— ANI (@ANI) November 10, 2020
Mahagathbandhan ahead on 82 seats - RJD 54, Congress 14, Left 14
BSP has a lead on one seat, LJP on four, while AIMIM is ahead on 2 & independents on three#BiharElectionResults pic.twitter.com/omlKDuvSkq
Post a Comment