'নেক টু নেক ফাইট', অবশেষে বিহরে জয়লাভ করল এনডিএ, আরজেডি বৃহত্তম দল


Odd বাংলা ডেস্ক:
গতকাল গোটা দিনভোর হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর গভীর রাতে এল নির্বাচনের ফলাফল। বিহারে ক্ষমতায় ফিরে চতুর্থবারের জন্য সরকার গঠন করতে চলেছে নীতিশ কুমার। চূড়ান্ত ফলাফলে এনডিএ জয়ী হয়েছে ১২৫টি আসনে, মহাজোট জয়ী হয়েছে ১১০টি আসনে, অন্যান্যরা পেয়েছেন ৭টি আসন, এআইএমআইএম জয়লাভ করেছে ৫টি আসনে। 

তবে চিরাগ পাসওয়ানের দল কোনওরকমে জিতেছেন ১টি আসন। ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভায় ম্যাজিক ফিগার ছিল ১২২টি আসন, কিন্তু তা থেকেও ৩টি আসন বেশি পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এনডিএ। 

করোনা অতিমারী আবহে দেশের প্রথম নির্বাচন হল বিহারে। প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনে ৩ দফায় ভোটগ্রহণ পর্ব চলে। গত ২৮ অক্টোবর, ৩ নভেম্বর ও ৭ নভেম্বর ভোটগ্রহণ চলে বিহারে। প্রথম দফায় বিহারে ভোট পড়েছিল ৫৪ শতাংশ, দ্বিতীয় দফায় ভোটের হার ৫৫.৭ শতাংশ। তৃতীয় ও শেষ দফায় বিহারে ভোট পড়েছিল ৫৬.০২ শতাংশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.