কোন পক্ষ জিতেছে তা জানতে পেরিয়ে যাবে মধ্যরাত! জানিয়ে দিল নির্বাচন কমিশন


Odd বাংলা ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন আজ। সকাল আটটা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গণনা। একেবারে শুরুর দিকে মহাজোট এগিয়ে থাকলেও বেলা গড়াতেই ধরা পড়ে অন্য চিত্র। তেজস্বী যাদবের বিরোধী জোটকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে যায় এনডিএ। 

আর এরপরই নীতিশ কুমারের দল জেডিইউ-এর থেকে অনেকটা এগিয়ে গিয়ে একক সংখ্যাগরিষ্ঠের পথে হাঁটতে শুরু করে বিজেপি। যদিও নির্বাচন কমিশনের গলায় অন্য সুর। প্রাথমিক ট্রেন্ড দেখে ফলাফল নির্ধারণ করাটা ঠিক হবে না বলে জানায় নির্বাচন কমিশন। কমিশনের তরফে এও বলা হয় যে, কোন পক্ষ জিতবে তা এখনই বলা মুশকিল। 

সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশন জানাল, সমগ্র ফলাফল আসতে মধ্যরাত পেরিয়ে যাবে। তবে এখনও পর্য্ত ভোটগ্রহণ পদ্ধতিতে কোনও সমস্যা হয়নি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.