কলকাতার সন্নিকটেই মা কালী এখানে অবস্থান করছেন 'বিমলা' রূপে


Odd বাংলা ডেস্ক: আর মাত্র ক'টা দিন পরই দীপাবলি। গোটা বাংলাজুড়ে তো বটেই তার বাইরেও বিভিন্ন রূপে বিচরণ করছেন মা কালী। ভারতবর্ষ কিংবা তার বাইরেও আদ্যাশক্তি বিভিন্ন রূপেরই কিন্তু আলাদা আলাদ মাহাত্ম্য রয়েছে। তেমনই এক অনন্যরূপে মা বিরাজ করছেন দক্ষিণ চব্বিশ পরগণার মালঞ্চ গ্রামে। 


গ্রাম্য পরিবেশের মধ্যে মায়ের শান্ত রূপ স্নিগ্ধ করে তুলবে মন। সেখানেই এক পঞ্চবটীতে বিরাজ করেন মা কৃষ্ণকালী। মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন হরিনাভি গ্রামের জমিদার দুর্গারাম কর, ১৭৯৮ খ্রিস্টাব্দে।। স্থানীয়রা এই দেবী মূর্তিকে বৈষ্ণবকালী বা কালীকৃষ্ণ বলেই জানেন।


তবে এখানে মায়ের রূপ হলো বিমলা। এ প্রসঙ্গে বলে রাখা ভাল, পুরীর জগন্নাথ মন্দিরের সতীপীঠের রূপও বিমলা, যাঁর ভৈরব হলেন স্বয়ং প্রভু জগন্নাথ। আর এই মালঞ্চের কৃষ্ণকালী মন্দিরের খুব কাছেই রয়েছে একটি জগন্নাথ মন্দির। সাধারণ কালী মূর্তির মতো কৃষ্ণকালী মায়ের জিভ কিন্তু বের হয়ে থাকে না। শান্ত, সৌম্য রূপ তাঁর। পরনে লাল পাড় সাদা শাড়ি। সোনার গয়নায় সজ্জিতা মাতৃ মন্দিরের খুব কাছেই রয়েছে অন্নপূর্ণা মন্দির। এছাড়াও রয়েছে ১৭৫৯ সালে জমিদার কালীপ্রসাদ মৈত্র প্রতিষ্ঠিত একটি শিব মন্দির। এর পাশেই রয়েছে মৈত্র পরিবারের জমিদার বাড়িটি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.