আগামী ১৬ নভেম্বর বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন নীতিশ কুমার


Odd বাংলা ডেস্ক: আগামী ১৬ নভেম্বরে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন নীতিশ কুমার। এই নিয়ে চতুর্থবার তিনি পূর্ণ মেয়াদের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। ২৪৩ আসনের বিহার বিধানসভায় ১২৫টি আসন পেয়ে ক্ষমতায় এসেছে এনডিএ।

নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও জেডিইউ কিন্তু আশানুরূপ ফল করতে পারেনি। জেডিইউ-এর থেকে অনেক বেশি আসন পেয়েছে বিজেপি। ফলে, নীতীশ কুমার মুখ্যমন্ত্রী হলেও মন্ত্রিসভার ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে বিজেপি অনেক বেশি সক্রিয় থাকবে বলেই মনে করা হচ্ছে।

ইকিমধ্যেই বিজেপি এবং জেডিইউ-এর বরিষ্ঠ নেতারা একে অপরের সঙ্গে সম্বন্ধ রেখে চলেছেন। পরবর্তী সরকার গঠন পদ্ধতি ঠিক করতে শীঘ্রই তাঁরা বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে। যদিও এখনও বৈঠকের দিনক্ষণ ঠিক হয়নি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.