ফের আইসোলেশনে গেলেন একবারের করোনা আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
Odd বাংলা ডেস্ক: দিনকয়েক আগে এক ব্যক্তির সঙ্গে দেখা করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এরপর ওই ব্যক্তির করোনা পজিটিভ ধরা পড়ে বলে খবর। আর তার পরই তড়িঘড়ি হোম আইসোলেশনে গেলেন বরিস জনসন। প্রসঙ্গত, এর আগে গত এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউ-তে ভর্তি ছিলেন তিনি। সেবার অনেক লড়াই করে সুস্থ হয়ে উঠেছিলেন বরিস, সেকথা নিজে মুখেই স্বীকার করেছেন প্রধানমন্ত্রী। তবে এবার তাঁর শরীরে করোনার কোনও লক্ষণ নেই, তবে যেহেতু তিনি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন, সেই কারণেই হোম আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৪০ লক্ষ পেরিয়েছে। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১৩ লক্ষ মানুষের। গত কয়েকমাসে নতুন করে বিভিন্ন দেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ইওরোপে ইতিমধ্যেই করোনার দ্বিতীয় স্রোত প্রবাহিত হয়েছে। যার ফলে ইওরোপের একাধিক শহরে পুনরায় চালু করা হয়েছে লকডাউন। লন্ডনে জারি হয়েছে একাধিক নিষেধাজ্ঞা, পাশাপাশি জার্মানি জানিয়েছে, আগামী কয়েক মাস তারা এমনই কিছু নিষেধাজ্ঞা জারি রাখবে।
Post a Comment