রবীন্দ্র সরোবরে ছটপুজো হচ্ছে না, গ্রিন ট্রাইব্যুনালের রায় বহাল রাখল শীর্ষ আদালত
Odd বাংলা ডেস্ক: রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে ছটপুজোর ওপর নিষেধাজ্ঞা বজায় রাখল সুপ্রিম কোর্ট। রবীন্দ্র সরোবরে ছটপুজো করা নিয়ে মামলা রুজু করা হয়েছিল গ্রিন ট্রাইব্যুনাল বা পরিবেশ আদালতে। অনুমতি না পেয়ে কেএমডিএ সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত গ্রিন ট্রাইব্যুনালের রায়কেই বহাল রাখল শীর্ষ আদালতও। রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে করা যাবে না ছটপুজো।
এদিন সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানান, দু-বছর আগেই এ বিষয়ে এনজিটি যা নির্দেশ দেওয়ার তা দিয়েছে। অর্থাৎ আরও একবার কেএমডিএর আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। অন্যদিকে, সুভাষ সরোবরে ছট পুজোর ব্যবস্থা করার জন্য রাজ্যের তরফে যে আবেদন করা হয়েছিল, তাও খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট জানিয়েছে, শহরের দুটি গুরুত্বপূর্ণ জলাশয় একইভাবে সংরক্ষণ করা উচিত।
প্রসঙ্গত, গত বছর আইন ভেঙে পুণ্যার্থীরা রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরের জলে নেমে ছটপুজো করেন। আর তার পরই অগণিত মরা মাছ ভেসে উঠতে দেখা যায় জলের ওপর। আদালতের রায়ের পর কেএমডিএ-এর সিইও অন্তরা আচার্য জানিয়েছেন, মহামান্য আদালতের নির্দেশ মেনে সবকিছু ব্যবস্থা গ্রহণ করা হবে। সরোবর চত্বর যেখানে যেখানে ফাঁকা রয়েছে তা ঘিরে দেওয়ার কাজ চলছে।
Post a Comment