উহানে প্রথম করোনার উৎপত্তির খবর সারা বিশ্বকে দেওয়া চিনা সাংবাদিকের ৫ বছরের জেল!
Odd বাংলা ডেস্ক: উহানে যে মারণ ভাইরাস করোনার উৎপত্তি হয়েছে, সেই খবর প্রথম প্রকাশ্যে এনেছিলেন যে মহিলা সাংবাদিক এবার তাঁকে ৫ বছরের কারাদণ্ডের শাস্তি দেওয়া হল! এর আগেই এই সাংবাদিকের বিরুদ্ধে ভুয়ো তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। আর এবার বিচারে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। আর এই ঘটনা আরও একবার সকলের সামনে পরিষ্কার করে দিল যে, চিনে স্বাধীনভাবে মত প্রকাশের পরিণাম কী হতে পারে।
আরও পড়ুন - সারা বিশ্বের করোনাভাইরাসকে যদি একত্র করা যায়, তাহলে তারা কতটা জায়গা নিয়ে থাকবে?
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গিয়েছে, সাজাপ্রাপ্ত সাংবাদিকের নাম ঝাং ঝান। আগে তিনি ছিলেন একজন আইনজীবী। সেই পেশা ছেড়ে তিনি সাংবাদিকতায় আসেন। উহানে করোনাভাইরাসের ছড়িয়ে পড়া নিয়ে খবর করায়,তাঁকে মাস কয়েক আগেই আটক করে চিন সরকার। তারপর থেকে বিগত মাস ছয়েক ওই মহিলা সাংবাদিক সাংহাইয়ে বন্দি রয়েছেন।
এর আগেও একাধিকবার একাধিক ঘটনায় দেখা গিয়েছে যে, চিনা সরকার বা প্রশাসনের বিরুদ্ধে কেউ কথা বললেই, বা সরকারের সমালোচনা করলেই তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় জিনপিং সরকার। অভিযোগ ওঠে সরকারের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে এবং সরকারকে সমস্যায় ফেলা হচ্ছে। একই অভিযোগ আনা হয়েছিল ঝাং ঝানের বিরুদ্ধেও। আর তার পরিপ্রেক্ষিতেই ছ-মাসেরও বেশি সময় ধরে বিচারাধীন হিসাবে সাংহাইকে বন্দি করে রাখা হয়েছে তাঁকে।
Post a Comment