মাথা কাটা, তবুও বেঁচে থাকে আরশোলা! কিন্তু কীভাবে?
Odd বাংলা ডেস্ক: মাথা কাটা গেলেও আরশোলা এক সপ্তাহেরও অধিক সময় বেঁচে থাকে। শুধু তেলাপোকাই নয়, অন্য অনেক প্রাণীর ক্ষেত্রেও বিষয়টি সত্য। যেটা মানুষের ক্ষেত্রে কল্পনা করাই অসম্ভব।
এর একটি ব্যাখ্যা দাঁড় করিয়েছেন আমেরিকার ম্যাসাচুসেটস ইউভার্সিটির ফিজিওলজিস্ট ও বায়োকেমিস্ট জোসেফ কানকেল। তিনি বলেন, শিরচ্ছেদের কারণে মানুষের রক্তপাত হয় ও রক্তচাপ কমে যায়। যা শরীরের গুরুত্বপূর্ণ টিস্যুতে অক্সিজেন ও পুষ্টি পৌঁছাতে বাধার সৃষ্টি করে। মাথা কাটা গেলে রক্তক্ষরণের কারণেই মানুষ সঙ্গে সঙ্গে মারা যায়।
কিন্তু তেলাপোকার ক্ষেত্রে এ রক্তচাপের বিষয়টি নেই। মানুষের মতো তাদের রক্তশিরায় এত এত নেটওয়ার্কও নেই। রক্ত প্রবাহিত হতে তাদের চাপেরও প্রয়োজন হয় না। তেলাপোকার শরীরের মধ্যকার সরবরাহ ব্যবস্থা উন্মক্ত। ফলে রক্তচাপও কম। এ জন্য মাথা ছাড়াই বেঁচে থাকতে পারে তেলাপোকা।
Post a Comment