শীত পড়ার আগেই দৈনিক সংক্রমণের সমস্ত রেকর্ড ভেঙে ফেলল দিল্লি, একদিনে আক্রান্ত ৬,৭২৫ জন
Odd বাংলা ডেস্ক: দৈনিক করোনা সংক্রমণের নিরিখে পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে ফেলল দিল্লি। এই প্রথম একদিনে ৬ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে। যার ফলে দিল্লির মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষের গণ্ডি অতির্কম করল। দিল্লির স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত রিপোর্ট অনুসারে, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭২৫ জন। দৈনিক সংক্রমণের নিরিখে এটাই সর্বোচ্চ।
পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৮ জনের। যার ফলে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৬৫২। তবে অন্যদিকে একদিনে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৬১০ জন। ৩ নভেম্বরsj আগে দিল্লিতে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ ধরা পড়েছিল শুক্রবার। ওই দিন ৫,৮৯১ জনের শরীরে সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল। প্রতিদিন করোনায় রেকর্ড সংক্রমণ হচ্ছে রাজধানীতে। বর্তমানে দিল্লিতে করোনা অ্যাক্টিভ রোগী বেড়ে হয়েছে ৩৬ হাজার ৩৭৫ জন।
শীতের প্রকোপ বাড়ার আগেই রাজধানীতে রেকর্ড হারে বাড়ছে করোনার সংক্রমণ। আগামী দিনগুলিতে দিল্লিতে করোনার প্রকোপ বাড়ার বিষয়ে ওয়াকিবহাল রয়েছে দিল্লি সরকার। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন জানান, শীতের মরশুমে দৈনিক করোনা সংক্রমণ ১৪ হাজার ছুঁতে পারে! তাঁর কথায়, বিশেষজ্ঞরা আভাস দিয়েছেন উত্সব মরশুম থেকে শীতের মধ্যে দৈনিক ১২ থেকে ১৪ হাজার সংক্রমণ হতে পারে। সেই অনুসারে পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
Post a Comment