আনলক পর্বে একাধিক বড় শহরে চালু হচ্ছে নাইট-কারফিউ, তবে কি ফের লকডাউনের পথে দেশ?


Odd বাংলা ডেস্ক:
সারা দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমে গিয়েছে, যার ফলে সারা দেশে এখন করোনা অ্যাক্টিভের সংখ্যা ৫লক্ষেরও নীচে নেমে এসেছ! তবে কিছু কিছু শহরে ফের করোনার ঢেউ আছড়ে পড়েছে, প্রসঙ্গত, সেইসব শহরে প্রথম করোনার ঢেউ দেখা গিয়েছিল গত জুন-জুলাই মাসে। আনলক পর্ব শুরু হওয়ার পর কয়েকমাস পর ফের নাইট কারফিউ তথা ১৪৪ ধারা চালু হচ্ছে বেশ কয়েকটি শহরে।

রাজ্য/শহর-ভিত্তিক নতুন করে নিয়মের তালিকা-

দিল্লি-

১) মাস্ক না পরলে এবং কোভিড -১৯ বিধি লঙ্ঘনের করলে দিতে হবে ৫০০০ টাকা জরিমানা

২) বিবাহের অনুষ্ঠানে কেবল ৫০ জন অতিথিকে আমন্ত্রণের অনুমতি দেওয়া হয়েছে।

৩) মার্কেটগুলি খোলা থাকলেও থাকবে কঠোর নজরদারি। 

৪) কোথাও কোনও সামগ্রিক লকডাউন হবে না, বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।


গুরুগ্রাম-

হরিয়ানা সরকার আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, কারণ স্কুলগুলি পুনরায় চালু হওয়ার পরে সেখানকার ১০৭ জন শিক্ষক এবং ১৭৪ জন শিক্ষার্থীর শরীরে কোভিড পজিটিভ ধরা পড়েছে।

মুম্বই-

মুম্বইের বৃহন্নুম্বাই পৌর কর্পোরেশনের অধীনে স্কুলগুলি এই বছর খুলবে না। স্থানীয় প্রশাসনকে দিয়ে স্কুলগুলি পুনরায় চালু করার সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে মহারাষ্ট্র সরকার। থানেও এই বছর স্কুল না খোলার সিদ্ধান্ত নিয়েছে।

আহমেদাবাদ-

১) শুক্রবার রাত ৯ টা থেকে সোমবার সকাল ৬ টা পর্যন্ত সম্পূর্ণ কারফিউ জারি করা হয়েছে। কেবল দুধ ও ওষুধের দোকানগুলিকেই খোলা থাকার অনুমতি দেওয়া হবে।

২) রাত ৯টা থেকে সকাল ৬ টা পর্যন্ত নাইট কারফিউ অব্যাহত থাকবে।

৩) আগে সিদ্ধান্ত নেওয়া হলেও, সরকারের তরফে জানানো হয়েছে, নভেম্বর ২৩ থেকে পুনরায় কোনও স্কুল, কলেজ খোলা হবে না।

৪) শনিবার থেকে ভাদোদরা, রাজকোট, সুরাট শহরেও নাইট কারফিউ জারি করা হয়েছে।

ইন্দৌর-

২১ নভেম্বর থেকে রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত নাইট কারফিউ থাকবে,  কেবলমাত্র প্রয়োজনীয় পরিষেবাগুলিতে নিযুক্ত ব্যক্তিরা এবং কারখানার শ্রমিকরা এই নিয়মের বাইরে। ইন্দৌর ছাড়াও ভোপাল, গোয়ালিয়র, বিদিশা এবং রতলামে নাইট কারফিউ কার্যকর হবে।

তবে মধ্য প্রদেশে সামগ্রিকভাবে কোনও লকডাউন হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

জয়পুর-

রাজস্থানের সমস্ত জেলা শনিবার থেকে ১৪৪ ধারা রাখা হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.