দিল্লিতে একদিনে করোনা আক্রান্ত ৫,৪৭৫ জন, মৃত ৯১, নাইট কারফিউ-এর পথে আপ সরকার


Odd বাংলা ডেস্ক: রাজধানী দিল্লিতে ক্রমেই কঠিন হচ্ছে করোনা পরিস্থিতি। দ্বিতীয় দিনে করোনায় মৃতের সংখ্যা সামান্য কমে হয়েছে ৯১, তবে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৭৫ জন। আর এই কারণেই সংক্রমণ রুখতে আপ সরকারের তরফে উচ্চ আদালতকে জানিয়েছে, নাইট কারফিউ জারি করার বিষয়ে তাঁরা সক্রিয়ভাবে বিচার বিবেচনা করছে। 

এদিকে দিল্লিতে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫,৫১,২৬২ জন। দিল্লি সরকারের বৃহস্পতিবারের রিপোর্ট অনুযায়ী, সবমিলিয়ে দিল্লিতে কোভিড-১৯ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮,৮১১। গত ২৪ ঘণ্টায় ৬৩,২৬৬টি নমুনার কোভিড টেস্ট হয়েছে। এর মধ্যে ২৮,৮৯৭টি আরটি-পিসিআর টেস্ট। 

২৬ নভেম্বর পর্যন্ত দিল্লিতে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৩৮,৭৩৪। সুস্থতার হার ৯১.৩৭ শতাংশ। পজিটিভিটির হার ৮.৬৫ শতাংশ। কোভিডে মৃত্যুহার ১.৬ শতাংশ। অ্যাক্টিভ কেসের হার ৭.০২ শতাংশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.