বিয়ের পর প্রথম রাতে সঙ্গীকে এই উপহারগুলি দেবেন না, তাহলেই বিপদ!



Odd বাংলা ডেস্ক: বিয়ের পর ফুলশয্যার রাত যেকোনও দম্পতির জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ একটি সময়। এই রাতে সঙ্গীর হাতে কিছু বিশেষ উপহার তুলে দিতে মন চান।  কিন্তু এই রাতে এই জিনিসগুলে সঙ্গীর হাতে তুলে দিলেই কিন্তু বিপদ। কোন কোন জিনিস, জেনে নিন-  

১) স্বাভাবিক বৃদ্ধিকে আটকে দেয় বনসাই। সম্পর্কেও বৃদ্ধি হতে দেয় না এই গাছ। তাই এই রাতে বনসাই কখনওই উপহার দেবেন না।

২) রুমাল দু'টি মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে। তাই রুমাল বা টাওয়েলও উপহার দেবেন না। 

৩) লাল পোশাক বা জুতোও উপহার দেবেন না। লাল রং খুব শক্তিশালী হয়। এই শক্তি শুভ অশুভ দুটোই হতে পারে।

৪) যুদ্ধ নিয়ে তৈরি কোনও আঁকা ছবি উপহার দেবেন না সঙ্গীকে। এত বাড়িতে অশান্তি তৈরি হয়। 

৫) জল বয়ে যায়। স্থির হয় না। সম্পর্কে স্থিরতা আনতে জল সম্পর্কিত কিছু উপহার দেবেন না।

৬) কোনও ধারালো বস্তু যেমন ছুরি, কাঁচি, ব্লেড তথা শেভিং কিট ইত্যাদি উপহার দেবেন না।

৭) ফুলশয্যার রাতে ঠাকুরের মূর্তি উপহার হিসেবে দেবেন না। 

৮) বাস্তুমতে কাঁচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই উপহার হিসেবে আয়না এড়িয়ে চলুন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.