'কোনও সন্দেহ নেই যে, আমিই জিতেছি', ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প
Odd বাংলা ডেস্ক: মার্কিন ভোট গণনা নিয়ে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প। এর আগেই ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ভোটে ব্যপক কারচুপির অভিযোগ এনেছিলেন ট্রাম্প। এমনকি কয়েকটি রাজ্যে ভোট পুনর্গণনারও দাবি তুলে আদালতের দ্বারস্থ হন ডোনাল্ড ট্রাম্প। আর এবার প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগের আঙুল তুললেন বড় বড় মিডিয়া এবং টেকের বিরুদ্ধে।
নাম না করেই শুক্রবার হোয়াইট হাউস থেকে মার্কিনিদের উদ্দেশে একটি বার্তায় ট্রাম্প বলেন, বড় বড় মিডিয়া এবং টেক জায়ান্ট নির্বাচনে হস্তক্ষেপ করেছে। কিন্তু এবিষয়ে নিঃসন্দেহ যে, তিনিই জয়ী হয়েছেন। ট্রাম্পের দাবি, যদি বৈধভাবে ভোট গণনা করা হত তাহলে তিনিই জয়লাভ করতেন।
পাশাপাশি প্রতিপক্ষের দিকে আঙুল তুলে বলেছেন, ভোটারদের নিয়ে জালিয়াতি হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের পক্ষে যা ভোট পড়েছে, তা যাতে গোনা না হয়, তা ডেমোক্র্যাটরা নিশ্চিত করেছে।
Post a Comment