সাবধান! চিকেন ফ্রায়েড খেতে হলে হতে পারে মারাত্মক ক্ষতি!
Odd বাংলা ডেস্ক: আমরা কম বেশি সকলেই চিকেন ফ্রায়েড খেয়ে থাকি,কিন্তু আমরা অনেকেই জানিনা প্রতিনিয়ত চিকেন ফ্রায়েড খেয়ে আমাদের শরীরের মারাত্মক ক্ষতি হচ্ছে। আসুন জেনে নিই চিকেন ফ্রায়েড আমাদের কি ক্ষতি করছে।
চিকেন ফ্রায়েড খেতে অনেক দারুণ! এটি একটি মুখরোচক খাবার,কিন্তু খেলেই শরীরে আর কাজ করবে না অ্যান্টিবায়োটিক,কোলিস্টিনে বেড়ে ওঠা মুরগির মাংস খেলে মানুষের শরীরে কমে যায় অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা। শরীর খারাপের জন্য অ্যান্টিবায়োটিক খেলেও তা কাজ করবে না। এক সমীক্ষায় দেখা গিয়েছে যে ভারতে যে পোল্ট্রি ফার্মিং করা হয়,তাতে অ্যান্টিবায়োটিকের হাই ডোজ থাকে তাই বেশি চিকেনফ্রায়েড খেলেই শরীর খারাপের জন্য অ্যান্টিবায়োটিক কাজ করবে না। যদিও জনপ্রিয় চিকেন স্টোরগুলো এই অভিযোগ অস্বীকার করেছে।
Post a Comment