হিমাচল প্রদেশের লাহুলে একটি গোটা গ্রাম করোনা আক্রান্ত, রেহাই পেলেন কেবল একজন


Odd বাংলা ডেস্ক: হিমাচল প্রদেশের লাহুলের থোরং গ্রামের একজন বাদ দিয়ে প্রত্যেকটি মানুষই করোনায় আক্রান্ত হয়েছেন। গ্রামের মানুষের করোনা পরীক্ষা করার সময় ৫২ বছরের ভূষণ ঠাকুরই একমাত্র ব্যক্তি যাঁর করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ আসে। 

দিনকয়েক আগে সেখানে একটি ধর্মীয় অনুষ্ঠানে জনসমাবেশ ঘটেছিল, আর তারপরই করোনা সংক্রমণ এভাবে বেড়ে গিয়েছে, সেই কারণে ওই ধর্মীয় জনসমাবেশকেই দায়ি করা হচ্ছে। এখটি সর্বভারতী সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, আশেপাশের অঞ্চলের মানুষের মধ্যেও করোনা সংক্রমণ ছড়িয়েছে। 

এই পরিস্থিতিতে সেরাজ্যের পর্যটন দফতরের তরফে টেলিং লুল্লাহ এলাকা সংলগ্ন অঞ্চলে পর্যটনদের আনাগোনা নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি পর্যটকদের লাহুল গ্রামে প্রবেশ করতে দেওয়া হয়নি কারণ রোহতাং টানেলের পাশের গ্রামটিকে কনটেন্ট জোনে পরিণত করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.