আবার ফিরে আসছে ডবল ডেকার ট্রেন, নতুন ট্রেনের কোচ বানাল কাপুরতলা রেল কোচ ফ্যাক্টরি
Odd বাংলা ডেস্ক: মমতা বন্দোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ডবল ডেকার ট্রেন চালু করেছিলেন। কিন্তু লাভজনক না হওয়ায় বন্ধ হয়ে গিয়েছিল তা। পরবর্তীকালে রেল মন্ত্রকের তরফে প্রশ্ন তোলা হয়েছিল যে, এই ডবল ডেকার ট্রেন চালানো আদৌ যুক্তিযুক্ত কি না। সেইসব তর্ক-বিতর্ক সরিয়ে রেখে আবারও ডবল ডেকার ট্রেন চালু করছে ভারতীয় রেল।
জানা গিয়েছে, দেশের বিভিন্ন ব্যস্ত রুটগুলিতে শীঘ্রই চালু হবে ডবল ডেকার ট্রেন। অত্যাধুনিক এই ডাবল ডেকার ট্রেন তৈরি করছে কাপুরতলা রেল কোচ ফ্যাক্টরি। সূত্রের খবর, নয়া এই ট্রেনে প্রতিটি কোচে মোট ১২০টি বসার আসন থাকছে। নীচের তলায় বসতে পারবেন ৭০ জন এবং ওপরের তলায় ৫০ জনের বসার ব্যবস্থা রয়েছে।
রেল মন্ত্রক সূত্রে খবর, সেমি হাই-স্পিড এই ট্রেনের গতিবেগ হবে সর্বাধিক ১৬০ কিলোমিটার। পাশাপাশি যাত্রী সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই করা হয়েছে ট্রেনের অন্দরসজ্জা। ট্রেনের ভেতর থাকছে স্লাইডিং ডোর, সিসিটিভি ক্যামেরা, সঙ্গে থাকছে জিপিস প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম। পাশাপাশি যাত্রীদের খাবার সরবরাহের জন্য থাকছে প্যানট্রি কার।
Post a Comment