মাস্ক ছাড়া বেরোলেই এবার জরিমানা!
Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে রীতি মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপের কিছু দেশ। যার একটি বসনিয়া। সে দেশে বাড়ির বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে।
বসনিয়ায় করোনাভাইরাসে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ ধরা পড়তেই বুধবার এই মাস্ক পরা বাধ্যতামূলক নিয়ম জারি করা হয়েছে।
৯০ এর দশকে বিধ্বংসী যুদ্ধের পর ইউরোপের অন্যতম দরিদ্র দেশ বসনিয়া এই মুহূর্তে করোনার আতঙ্কে ভুগছে। চাপ বাড়ছে সে দেশের স্বাস্থ্য ব্যবস্থার ওপর ।
প্রসঙ্গত, বসনিয়ায় করোনা সংক্রমণ বাড়লেও ইদানীং শারীরিক দূরত্ব ও মাস্ক পরার ব্যাপারে অনীহা প্রকাশ করছে বাসিন্দারা। এরপরই সিদ্ধান্তে কঠোর হয় প্রশাসন।
সরকারিভাবে জানানো হয়েছে, লোকজন মাস্ক না পরে বাইরে বের হলে দিতে হবে জরিমানা। যার পরিমাণ ঠিক করা হয়েছে ২৫০ থেকে ৭৫০ ইউরো।
Post a Comment