ডাইনোসরের যুগে জন্মেছিল এই ফুল!

Odd বাংলা ডেস্ক: জীবাশ্ম থেকে বোঝা যায় যে পৃথিবীর আদিম প্রাণী ডাইনোসর ছিল বিশাল আকৃতির। কিন্তু ডাইনোসরের যুগে যে ফুলটি পাপড়ি মেলে সূর্যের দিকে তাকিয়েছিল তার সম্পর্ক কোনো ধারণা পাওয়া যায় না। 

কারণ ১৪০ মিলিয়ন বছর আগের সেই ফুলের কোনো জীবাশ্ম পাওয়া যায়নি। বিজ্ঞানীদের ধারণা সেই ফুল ছিল বর্তমান সময়ের ম্যাগনোলিয়ার মতো।

বিজ্ঞানীরা মিলে সেই ফুল 'পুনরায় তৈরি' করেছেন। বর্তমান পৃথিবীতে পাওয়া যায় এমন সব ফুলের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে সেই আদিম ফুলের আকার-আকৃতি, রঙ সম্পর্কে ধারণা দিয়েছেন বিশ্ববাসীকে। সেই ফুলের একটি ছবিও প্রকাশ করা হয়েছে ন্যাচার কমিউনিকেশন্স সাময়িকীতে। বিজ্ঞানীরা দাবি করেছেন, এই ফুলটিই বর্তমান সব ফুলের জনক এবং জননী! 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.