করোনা প্রটোকল মেনেই এবার আয়োজন করা হচ্ছে গঙ্গাসাগর মেলা
Odd বাংলা ডেস্ক: করোনা পরিস্থিতির মধ্যেই এরাজ্যে আয়োজিত হতে চলেছে গঙ্গাসাগর মেলা। তবে কোভিড পরিস্থিতিতে সমস্ত স্বাস্থ্যবিধি প্রটোকল মেনে মেলা করা যায়, তা নিয়ে আধিকারিকদের সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়।
আলোচনায় যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি উঠে এসেছে সেগুলি হল- ড্রেজিং এর কাজ যথাযথ ভাবে শুরু করতে হবে। ১৫ ডিসেম্বরের মধ্যে লট ৮ থেকে কচুবেড়িয়ার মধ্যে চ্যানেল ১ ও চ্যানেল ৩ এই কাজ শেষ করতে হবে। ৩০ ডিসেম্বরের মধ্যে চেমাগুড়ি থেকে বেণুবণের মধ্যে ড্রেজিং কাজ সম্পন্ন করা হবে। আমফানের জেরে গঙ্গাসাগর উপকূল তটে ঝড়ের পরে ব্যাপক ক্ষতি হয়েছে। পুণ্যার্থীদের আসার কথা ভেবেই দ্রুত কাজ শেষ করার কথা বলা হয়েছে।
তবে এবছর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে করোনা সতর্কতা মেনে মেলার আয়োজন। শিয়ালদহ এবং হাওড়া স্টেশনে যাতে যথাযথ স্ক্রিনিং-এর ব্যবস্থা থাকে সেই ব্যবস্থা করতে হবে। পাশাপাশি কোয়ারেন্টাইন সেন্টার, সেফ হোম, পর্যাপ্ত আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করতে হবে। রাখতে হবে টোল ফ্রি নম্বরও। পাশাপাশি সর্বত্র মাস্ক এবং স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখতে হবে। সেইসঙ্গে রাখতে হবে গ্রিন করিডোরের বন্দোবস্তও। পূণ্যার্থীদের যাতায়াতের সুবিধার জন্য বাস এবং ভেসেলের সংখ্যা বাড়াতে হবে। এর জন্য কলকাতা পুলিশ এবং পুলিশ সুপারদেরও যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
Post a Comment