কেবল করোনা হলেই নয়, এই ৪ রোগে আক্রান্ত হলেও ছুটি পাবেন সরকারী কর্মচারীরা
Odd বাংলা ডেস্ক: রাজ্য সরকারের তরফে কোয়ারেন্টাইন ছুটি নিয়ে করা হল নতুন ঘোষণা। কেবল করোনাভাইরাস নয়, করোনা ছাড়াও আরও চারটি রোগকে মহামারীর তালিকাভুক্ত করল রাজ্য সরকার। নবান্নের তরফে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্য সরকারের কর্মী অথবা তাঁদের বাড়ির কোনও সদস্যরা এই রোগে আক্রান্ত হলে সংশ্লিষ্ট কর্মীকে ১৪দিনের জন্য কোয়ারেন্টাইনের সমস্ত নিয়ম পালন করতে হবে।
কী কী রোগ হলে এই নিয়ম মানতে হবে? নবান্নের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে কোভিড-১৯ ছাড়াও সার্স, মার্স, সিসিঅইচএফ, এবং নভেল ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হলে কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামুলক। এর কারণ হিসাবে বলা হয়েছে, করোনার মতো বাকি রোগগুলিতে আক্রান্ত হয়ে কেউ যদি অফিসে আসেন, তাহলে বাকি সহকর্মীদেরও এতে আক্রান্ত হয়ে পড়ার সম্ভাবনা থাকবে। সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Post a Comment