জানেন কেন, পালন করা হয় দিওয়ালি? রইল পৌরাণিক কাহিনি


Odd বাংলা ডেস্ক: সারা দেশজুড়ে তিন দিন ধরে পালন হয় দীপাবলির উত্‍সব। দীপাবলি কেন পালন করা হয়, তা নিয়ে ইতিহাসের পাশাপাশি অনেক পৌরাণিক কাহিনিন জড়িত। আর তার মধ্যে সবচেয়ে প্রচলিত হল রাম, সীতা ও লক্ষ্মণের অযোধ্যায় ফেরার কাহিনি। তবে এছাড়াও আরও অনেকগুলি গল্প জড়িত রয়েছে দীপাবলির সঙ্গে।

রামায়ণ মতে দশেরায় রাবণ বধ করে দীপাবলিতেই অযোধ্যায় ফেরেন রাম, সীতা ও লক্ষ্মণ। তাঁদের স্বাগত জানাতেই প্রদীপ জ্বালিয়ে সাজানো হয় গোটা অযোধ্যা নগরী। পাশাপাশি মহাভারতের কাহিনি অনুসারে, যে ভূদেবী ও বরাহর পুত্র নরকাসুর খুব শক্তিশালী স্বর্গ ও মর্ত্য দখল করে প্রবল অত্যাচার শুরু করেন। শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করে তাঁর প্রাসাদে বন্দিনী ১৬,০০০ নারীকে উদ্ধার করেন। এদের সবাইকেই বিয়ে করে নেন কৃষ্ণ। কিন্তু মৃত্যুর আগে নরকাসুর কৃষ্ণের কাছ থেকে বর চেয়ে নেন যে তাঁর মৃত্যুর দিনটি যেন ধূমধাম করে পালিত হয়। এই দীপাবলিতেই নাকি নরকাসুরকে বধ করেছিলেন কৃষ্ণ।

এছাড়াও মহাভারতে পাওয়া যায় যে বারো বছর বনবাস ও এক বছর অজ্ঞাতবাসের পর দীপাবলিতেই হস্তিনাপুরে ফিরে এসেছিলেন পাণ্ডবরা। সেই জন্য আলোর মালায় সাজানো হয়েছিল গোটা হস্তিনাপুরকে। অন্যদিকে জৈনধর্ম অনুযায়ী, দীপাবলিতেই মহানির্বাণ লাভ করেছিলেন মহাবীর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.