সারা বিশ্বের ১৮৮টি দেশে নিষিদ্ধ করা হতে পারে পাক এয়ারলাইন্সের বিমান পরিষেবা, কিন্তু কেন?
Odd বাংলা ডেস্ক: সারা দেশের ১৮৮টি দেশে নিষিদ্ধ হতে চলেছেপাকিস্তান এয়ারলাইন্সের বিমান। বিভিন্ন সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে যদি সত্যিই এমনটা জারি করা হয়, তাহলে বিরাট ক্ষতির মুখে পড়বে পাক এয়ারলাইন্স। কিন্তু কেন এই নিষেধাজ্ঞা।
একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার দাবি, পাকিস্তান এয়ারলাইন্সের আন্তর্জাতিক মান নিয়ে অসন্তোষ রয়েছে ICAO (ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন)-এর। যার ফলে পাইলট লাইসেন্সিং-এর বিষয়ের ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলে মনে করা হচ্ছে। আর ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে।
জানা গিয়েছে ইতিমধ্যেই ব্রিটেন এবং ইওরোপীয় ইউনিয়নে পাক এয়ারলাইন্সের বিমান নামা বন্ধ করে দিয়েছে। গোটা বিষয়টি তখন থেকেই শুরু হয়েছে যখন সেদেশের ২৬২ জন পাইলটের কাছে জাল শংসাপত্র পাওয়া গিয়েছে। ICAO তার দ্বাদশতম বৈঠকে তার সদস্য দেশগুলির সিগনিফিক্যান্ট সেফটি কনসার্নস (SSCs) মোকাবিলার একটি প্রক্রিয়া অনুমোদন করেছে এবং এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি (পিসিএএ) একটি গুরুতর সতর্কতা জারি করেছে।
৩ নভেম্বর একটি চিঠিতে বলা হয়েছিল যে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি পাইলটদের লাইসেন্সিং ও প্রশিক্ষণের আন্তর্জাতিক মান পূরণ করতে ব্যর্থ হয়েছিল। আর এই চিঠির ফলস্বরূপ, পাকিস্তানের বিমান ও বিমান চালককে বিশ্বের ১৮৮টি দেশে উড়তে নিষেধ করা হতে পারে বলে জানা গিয়েছ।
Post a Comment