দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পায়ে পুজো দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, কী প্রার্থনা করলেন
Odd বাংলা ডেস্ক: দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর কাছে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মন্দিরে বেশ কিছুক্ষণ সময় কাটান অমিত শাহ। এদিন সকাল সকালই দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়েছিলেন শাহ। সঙ্গে ছিলেন মুকুল রায়, দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয়, অনুপম হাজরা সহ আরও অন্যান্য বিজেপি নেতারা।
এদিন অমিত শাহ মন্দিরে পৌঁছনোর আগেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা গোটা মন্দির চত্বর। নিরাপত্তাজনিত কারণে বেশ কিছুক্ষণ দক্ষিণেশ্বর মন্দিরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছিল।
এদিন মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহ বলেন, বাংলা ভক্তি আন্দোলনের পীঠস্থান। মহান মণীষীদের জন্ম এই পূণ্যভূমিতে। বাংলা সেই হারানো গৌরব ফিরে পাক সেই প্রার্থনাই করেছি দেবী ভবতারিণীর কাছে। বাংলাবাসীকে বলব, একজোট হয়ে দায়িত্ব পালন করুন। মা কালীর কাছে গোটা দেশ তথা বাংলার মঙ্গল কামনা করেছি। মোদীর নেতৃত্বে দেশ এক নম্বরে যাক, সেটাই চাই।' পাশাপাশি তৃণমূল কংগ্রেসকে একহাত নিয়ে শাহ বলেন, 'এখানে তোষণের রাজনীতি চলছে। হারানো গৌরব ফিরে পাক বাংলা।'
Post a Comment