ভারতে সিঙ্গেল ডোজের করোনা ভ্যাকসিন পাওয়া যাবে পরের বছরেই, জানাল ভারত বায়োটেক


Odd বাংলা ডেস্ক: অবশেষে স্বস্তি। আগামী বছরেই করোনা ভাইরাসের সিঙ্গেল ডোজ ভ্যাকসিন পেয়ে যাবে ভারত, এমনটাই জানালেন ভারত বায়োটেকের চেয়ারম্যান তথা এমডি কৃষ্ণা ইল্লা। প্রসঙ্গত ইতিমঘধ্যই করোনা ভ্যাকসিনের ট্রায়াল চালাচ্ছে ভারত বায়োটেক। আইসিএমআর-এর সঙ্গে একযোগে ভ্যাকসিন তৈরির কাজ চালাচ্ছে ভারত বায়োটেক। জানা গিয়েছে ভ্যাকসিন আসবে নেসাল ড্রপ আকারে, অর্থাৎ ভ্যাকসিনের ২ ফোঁটা দেওয়া হবে নাকে। প্রসঙ্গত, তিনি আরও জানিয়েছেন বহু প্রতীক্ষিত এই করোনা ভ্যাকসিন কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে।

ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন, কোম্পানি আরও একটি ভ্যাকসিন নিয়ে কাজ করছে, যা হবে নেসাল ড্রপের মাধ্যমে এবং তা আগামী বছরের মধ্যেই তা তৈরি হয়ে যেতে পারে।


তবে অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধনম বলেছেন যে, ভ্যাকসিন আসার পরও তা এই মহামারির প্রকোপ রুখতে পর্যাপ্ত নাও হতে পারে। সোমবার ট্রেডস বলেছেন, 'আমাদের কাছে এখন যে উপায়গুলি রয়েছে, সেগুলির আরও পরিপূরক হবে ভ্যাকসিন। কিন্তু সেগুলির বিকল্প নয়।'

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.