সিনেমা দেখে উদ্বুদ্ধ! নিজেই নিজেকে অপহরণ করে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করল কিশোর
Odd বাংলা ডেস্ক: এ যেন বলিউডের মশলা ছবির টানটান চিত্রনাট্য। উত্তরপ্রদেশের মেরঠে এক কিশোর অপহরণের তদন্ত করতে গিয়ে পুলিশ খুঁজে পেল এমনই চাঞ্চল্যকর তথ্য। গত ২ নভেম্বর থেকে মেরঠের এক পরিবহন ব্যবসায়ীর ১৫ বছরের ছেলেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ দায়ের করা হয় পুলিশের কাছে। শুধু তাই নয় কিশোরের দিদিন ফোনে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে আসে একটি মেসেজও। কিন্তু তদন্ত করতে নেমে কার্যত হতবাক পুলিশ!
জানা যায়, ১৫ বছরের ওই কিশোর স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গিয়েছে এবং বাড়ির আলমারি থেকে ৯ লক্ষ টাকাও নিয়ে গিয়েছে। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, পুলিশকে বিভ্রান্ত করার জন্যই নিজেই সে মুক্তিপণের মেসেজ পাঠিয়েছে তার দিদিকে। এরপর দিল্লির জামা মসজিদ এলাকা থেকে মঙ্গলবার কিশোরটিকে উদ্ধার করে পুলিশ। ৯ লক্ষ টাকা বোঝাই ব্যাগটিও উদ্ধার করা হয় তার কাছ থেকে।
কিন্তু এই বয়সে, কেন এমন কাজ করল সে? জানা গিয়েছে, তাদের মা মারা যাওয়ার পর তাদের বাবা ফের বিয়ে করেন। কিন্তু সৎ মা তার এবং তার দিদির সঙ্গে ভাল ব্যবহার করে না। এরপর বাবার কাছে সৎ মা নালিশ জানান যে ছেলে পরীক্ষায় টুকলি করেছে। আর এরপরই বাবার কাছে বকা খায় সে। আর সেই কারণেই নিজেকে অপহরণের পরিকল্পনা করে সে।
পুলিশ জানিয়েছে, বাড়ি থেকে বেরিয়েই নিজের ফোন বন্ধ করে দিয়েছিল সে। এরপর হাপুরে গিয়ে নিজের ফোনে ফের পুরনো সিম ভরে নেয় সে। ফেলে দেয় নতুন সিম। এরপর পুলিশ ফোনের আইইএমআই নম্বর ট্র্যাক করে ফোনের লোকেশন ট্র্যাক করে তাকে ধরে ফেলে।
Post a Comment