আইএসএল-এর চমক! সমর্থকদের জন্য তৈরি ইমোজি
Odd বাংলা ডেস্ক: করোনা জের। এবারের আইএসএল তাই দর্শকশূণ্য। তবে মঠের বাইরে থেকে দর্শকদের মন কাড়তে খামতি রাখছেন না আয়োজকরা। তাই সোশ্যাল মিডিয়ায় দলকে উৎসাহ দেওয়ার জন্য টুইটারের সঙ্গে হাত মিলিয়ে তৈরি হয়ে গিয়েছে নতুন নতুন ইমোজিও।
বুধবারই নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে আইএসএল জানায়, এবার প্রত্যেক সমর্থক নিজেদের পছন্দের দলকে সমর্থন জানাতে আলাদা আলাদা ইমোজি ব্যবহার করতে পারবে। একটি ভিডিও পোস্ট করে জানানো হয়, শুধু ইংরাজিই নয়, মোট চারটি ভাষায় তৈরি হয়েছে এই ইমোজি। লাল-হলুদভক্তরা মশাল জ্বালিয়ে রাখতে #WeAreSCEB অথবা #ChhilamAchiThakbo হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আর সবুজ-মেরুন সমর্থকরা ব্যবহার করবেন #Mariners অথবা #JoyMohunBagan।
Ready for the @IndSuperLeague with our new Twitter emojis!! 🤩#ATKMohunBagan #JoyMohunBagan #Mariners #LetsFootball https://t.co/j6Pzg9Qt5b
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) November 18, 2020
Post a Comment