ইউরোপ ফুটবলের ছোঁয়া, আইএসএল-এও দেখা যেতে পারে এইসব নয়া নিয়ম
Odd বাংলা ডেস্ক: করোনা সংক্রমণের মাঝেই ইউরোপে ফিরেছে ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগ বাদে সিরি আ, লা লিগা, বুন্দেশলিগা এমনকী উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চালু হয়েছে পাঁচজন ফুটবলার পরিবর্তনের নিয়ম। আর সেই নিয়মই এবারের আইএসএলে দেখা যেতে পারে। সর্বভারতীয় এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
দলের স্কোয়াডকে তরতাজা রাখতে এবং চোট–আঘাতের প্রবণতা এড়াতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে FSDL কর্তৃপক্ষ। এছাড়া রিজার্ভ বেঞ্চেও ৭ জনের পরিবর্তে সর্বাধিক ৯ জন করে ফুটবলার রাখতে পারবে দলগুলো। তবে পাঁচজন ফুটবলারের পরিবর্তনের জন্য মোট তিনবার সুযোগ পাবেন সংশ্লিষ্ট দলের কোচ। অবশ্য বিরতিতে কোনও ফুটবলার পরিবর্তন করা হলে সেটিকে গণ্য করা হবে না। পূর্বের নিয়ম অনুযায়ীই প্লে–অফ আয়োজিত হবে।
Post a Comment