করবা চৌথ-এ সারগী কাকে বলে জানেন?
Odd বাংলা ডেস্ক: সারগী হল করবা চৌথের দিন ভোরে সূর্য ওঠারে আগে যে খাবার ব্রত পালনকারী মহিলারা খেয়ে থাকেন।পরিবারে শ্বাশুড়ি ও বৌমা একসঙ্গে এই খাবার খেয়ে থাকেন। সারগীতে শুকনো ফল, মিষ্টি এবং রান্না করা বিভিন্ন রকমের খাবার থাকে।
আরও পড়ুন- স্বামীর মঙ্গল কামনায় পালিত হয় করবা চৌথ, এবছর ব্রতের দিন এবং সময় জেনে নিন
'করবা' কথার অর্থ হল মাটির পাত্র, 'চৌথ' কথার অর্থ চতুর্থী। এই দুয়ের মিলনেই এই ব্রতের নামকরণ করা হয়েছে। এই ব্রতে কড়াইয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। যাঁরা ব্রত রাখেন, তাঁরা নতুন কড়াই কেনেন। তার মধ্যে নতুন কাপড়, কাচের চুড়ি এবং বাড়িতে তৈরি মুখরোচক খাবার ও মিষ্টি রাখেন। উত্তর ভারতে করবা চৌথের পর পুত্র সন্তানের মঙ্গল কামনা করে আহোই অষ্টমী ব্রত রাখা হয়।
Post a Comment