স্বামীর মঙ্গল কামনায় পালিত হয় করবা চৌথ, এবছর ব্রতের দিন এবং সময় জেনে নিন


Odd বাংলা ডেস্ক: উত্তর ভারতের মহিলারা মূলত করবা চৌথ ব্রত পালন করে থাকেন। কিন্তু বলিউড ছবির দৌলতে বাঙালির মধ্যেও এই করবা চৌথ নিয়ে একটা উন্মাদনা লক্ষ্য করা যায়। এই ব্রত অনুসারে, স্বামীর মঙ্গল কামনায় স্ত্রীরা সারাদিন উপবাস রাখেন এবং সন্ধেবেলা চাঁদ দেখার পর স্বামীর হাতে জল এবং খাবার খেয়ে উপোস ভাঙেন। 

দৃকপঞ্জিকা মতে, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থীতে করবা চৌথ পালন করা হয়। গুজরাত, মহারাষ্ট্র এবং দক্ষিণ ভারতের প্রাদেশিক ক্যালেন্ডার অনুযায়ী আশ্বিন মাসে পালিত হয় করবা চৌথ। তবে এক্ষেত্রে মাসের নামটাই শুধু আলাদা। গোটা দেশে সর্বত্র একই দিনে করবা চৌথ পালিত হয়।

এবছর করবা চৌথের তিথি কবে পড়েছে জেনে নিন- 

এই বছর ৪ নভেম্বর করবা চৌথ পালিত হবে। ওইদিন বিকেল ৫.২৯ মিনিট থেকে ৬.৪৮ মিনিট পর্যন্ত থাকবে পুজোর শুভ মুহূর্ত। এদিন চাঁদ উঠবে রাত ৮.১৬ মিনিটে। পঞ্জিকা অনুসারে ৪ নভেম্বর রাত ৩.২৪ মিনিট থেকে শুরু হয়ে ৫ নভেম্বর বিকেল ৫.১৪ মিনিট পর্যন্ত চতুর্থ থাকবে। করবা চৌথের উপবাস রাখতে হবে ৪ নভেম্বর ভোর ৫.৪৩ মিনিট থেকে সন্ধে ৭.৪০ মিনিট পর্যন্ত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.