ধনতেরাস ২০২০: ধনতেরাস পুজোর মন্ত্র এবং পুজোয় ব্যবহৃত সামগ্রী কী কী, জেনে নিন


Odd বাংলা ডেস্ক: দীপাবলির আবহে সারা ভারতজুড়ে উদযাপিত হয় ধনতেরাস, আর এই বিশেষ লগ্নে যদি আপনি চান যে, আপনার ওপরেও ধন-সম্পদের বর্ষা হোক তাহলে অবশ্যই ধনতেরাসে পুজো করুন বাড়িতে। এবছর ধনতেরাস বা ধনত্রয়োদশী পড়েছে ১৩ নভেম্বর। বলা হয় এই দিনে যদি যমরাজের পুজো করা যায়, তাহলে মৃত্যুশঙ্কাও কমে। পাশাপাশি অবশ্যই করুন মা লক্ষ্মীর পুজো, তাহলে আপনার সংসারে উপচে পড়বে ধনদৌলত। 


ধনতেরাস পূজা মন্ত্র:
ঘরে ধনতেরাস পূজা করতে চাইলে এই শক্তিশালী মন্ত্র জপ করুন-

ওম নমো ভগবতে মহাসুদর্শন বাসুদেব ধনবন্ত্রায় অমৃতকালাসী

ত্রিলোকাথায় ত্রিলোকনাথায়া শ্রী মহাবিষ্ণু স্বরূপ শ্রী স্বামীণারূপ স্বরূপ শ্রী শ্রী অষ্টচক্র নারায়ণায় নমঃ

ধনতেরাস পূজা সামগ্রী-
ধনতেরাস পূজা সামগ্রীর মধ্যে রয়েছে প্রদীপ এবং মোমবাতি, চন্দন, চাল, চুড়ি, তুলসী পাতা, পঞ্চামৃত, গিনি (সোনার কয়েন), ফুল, কুমকুম, চন্দন, হলুদ বস্ত্রষ ভক্তরা তাদের পূজা বিধি অনুসারে পুজোর প্রয়োজনীয় ব্যবস্থা করতে পারেন। আপনি যদি ধনবন্ত্রীর উপাসনা করেন তাহলে আপনার দুধ, মাখন, মিছরি এবং গঙ্গার জল প্রয়োজন হতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.