ধনতেরাস ২০২০: জেনে নিন এবছর পুজোর শুভ সময় এবং পুজোর বিধি
Odd বাংলা ডেস্ক: এবছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে বৃহস্পতিবার, অর্থাৎ ১২ নভেম্বর রাত ৯.৩০ মিনিটে এবং চলবে ১৩ নভেম্বর অর্থাৎ শুক্রবার পর্যন্ত। অর্থাৎ ধনতেরাস হল ১৩ তারিখে। তবে ধনতেরাসেরও একটি বিশেষ শুভ তিথি রয়েছে, যার সময়সীমা কিন্তু মাত্র ৩০ মিনিট। আর এই শুভ মুহূর্ত শুরু হচ্ছে বিকেল ৫.২৮ মিনিটে আর শেষ হচ্ছে ৫.৫৯ মিনিটে।
পুজোর বিধি-
সাধারণত এই দিনে, সকলে নিজেদের ঘর-বাড়ি পরিষ্কার করেন এবং মনের মতো করে সাজিয়ে লক্ষ্মীদেবীর পুজো করেন। কিছু লোক এই দিনে উপোস রাখেন, আবার কেউ কেউ সূর্যাস্তের পরে সন্ধেবেলা পুজো করেন। এই বিশেষ দিনে অনেকেই বাড়িতে রঙ্গোলি এবং প্রদীপ দিয়ে সাজান। এইদিনে মা লক্ষ্মীকে হলুদ কাপরের ওপর বসানো হয়, তারপর তাঁরে চন্দন এবং হলুদ প্রদান করেন। এরপর ভক্তরা মা লক্ষ্মীর পায়ে ফুল অর্পণ করেন এবং মিষ্টি এবং সোনার কয়েন দেন।
Post a Comment