এই ধনতেরাসে কোন রাশির জাতক কী ধাতু কিনলে পাবেন মা লক্ষ্মীর আশীর্বাদ, জেনে নিন


Odd বাংলা ডেস্ক: ধনতেরাস বা ধনত্রয়োদশীতে সোনা বা অন্য কোনও ধাতু কেনার একটা চল রয়েছে। দীপাবলির দিন তথা দীপান্বিতা লক্ষ্মীপুজোর আগে পালিত হয় এই ধনতেরাস। বলা হয় এই দিনে মা লক্ষ্মী সকলের গৃহে যান এবং তাঁর ভক্তদের ইচ্ছে পূরণ করেন।  ধনতেরাস মানেই যে কেবল সোনার জিনিসই কিনতে হবে, এমনটা নয়।শাস্ত্র অনুসারে, এই ধনতেরাসে সকলেরই সাধ্যমতো কিছু না কিছু ধাতু কেনা উচিত। রাশিফল অনুসারে কোন রাশি জাতক কোন ধাতু  কিনবেন জেনে নিন-

মেষ- অর্থনৈতিক দিক থেকে সমস্যা আসতে পারে এই বছর৷ এই রাশির জাতকরা তাই একটু সচেতন থাকুন। তাই ধনতেরাসে এবার অল্প ওজনের হলেও সোনা কিনুন৷ কালীপুজোর আগের রাতে, সেই সোনা রাখুন মালক্ষ্মীর সামনে ৷

বৃষ- এই রাশির পক্ষে সময়টা শুভ, তবে এই শুভ সময়কে ধরে রাখতে হলে একটা সোনার কয়েন ও একটা রুপোর কয়েন কিনুন। আর দুটিকেই ঠাকুরের আসনে রাখন।

মিথুন- এই রাশির জাতকরা এই ধনতেরাসে অল্প ওজনের সোনা কিনতে পারেন তা না পারলে রুপো কিনুন। 

কর্কট- এই রাশি জাতকরা ধনতেরাসে কিনুন পিতল৷

সিংহ- গৃহে সমৃদ্ধি আনতে হলুদ রঙের ধাতু কিনুন৷

কন্যা-  এই রাশির জাতকরা সৌভাগ্য ধরে রাখতে ধনতেরাসে সোনার কয়েন কিনতে পারেন৷ কয়েনটি লক্ষ্মী ঠাকুরের পায়ের সামনে রাখুন৷

তুলা- তুলা রাশির মানুষেরা নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার জন্য সময়টা শুভ৷ সৌভাগ্য ধরে রাখতে সোনার বা রুপোর কয়েন কিনুন।

বৃশ্চিক- বৃশ্চিক রাশিদের নতুন বছরে সৌভাগ্য বজায় রাখতে ধনেতেরাসে কিনুন পিতলের কোনও জিনিস৷

ধনু- নতুন কাজের সুযোগ আসতে পারে এই রাশির জাতক-জাতিকাদের, তাই ধনতেরাসে রুপোর কয়েন কিনুন৷

মকর- মকর রাশির জাতকরা সৌভাগ্য ধরে রাখতে ধনতেরাসে কিনুন রুপোর কয়েন।

কুম্ভ- আপনারা ধনেতেরাসে পিতল কিনুন ৷

মীন- নিজের শরীরের দিকে খেয়াল রাখুন আর এই ধনেতেরাসে কিনুন রুপো।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.