মেকআপ করার পর ব্রাশগুলি অবশ্যই পরিষ্কার করা উচিত, কীভাবে করবেন, জেনে নিন


Odd বাংলা ডেস্ক: আজকাল কমবেশি সকলেই মেকআপ করেন। মেকআপ করার ক্ষেত্রে মেকআপের ব্রাশগুলি পরিষ্কা করা খুবই প্রয়োজন। কারণ মেকআপ ব্রাশের যত্ন যদি সঠিকভাবে নেওয়া না হয়, তাহলে ব্রাশে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস জন্মাতে পারে তার ফলে ত্বকেরও নানা সমস্যা দেখা দিতে পারে। এখন প্রশ্ন হল কীভাবে পরিষ্কার করবেন মেকাপ ব্রাশ? 
  • এর জন্য প্রথমে একটা পাত্রে শ্যাম্পুর সঙ্গে খানিকটা অ্যান্টিসেপ্টিক লিকুইড গুলে নিন। এবার সমস্ত অপরিষ্কার ব্রাশ তাতে ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। চাইলে সারারাত ভিজিয়ে রেখে পরদিন সকালে কোনও অসমান জায়গায় ঘষে নিয়ে এরপর আলতো করে চেপে চেপে জলে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে মেক-আপ ব্রাশ।
  • ব্রাশ থেকে জীবাণু দূর করতে চাইলে এক বাটি জলে খানিকটা অ্যান্টিসেপ্টিক এবং টি-ট্রি অয়েল দিয়ে তাতে ব্রাশ ডুবিয়ে রাখুন। এরপর হালকা গরম জলে ডুবিয়েও ভাল করে ধুয়ে নিন। 
  • ভেজা ব্রাশ কখনওই তুলে রাখবেন না। জলে ধোয়ার পর সেগুলো নরম পাতলা কাপড়ে মুড়িয়ে রোদে রেখে দিন। শুকিয়ে গেলেই দেখবেন ব্রাশ একেবারে ঝকঝক করছে। আর যারা ব্রাশ ক্লিনার ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে তো পরিষ্কারের পদ্ধতি আরও সহজ।
  • মনে রাখতে হবে শুধু মেক-আপ ব্রাশ নয়, মেক-আপ স্পঞ্জ ব্যবহার করলেও তা-ও কিন্তু পরিষ্কার করা বাঞ্ছনীয়। হালকা গরম জলে মাইল্ড সাবান বা শ্যাম্পু মিশিয়ে তাতে ঘণ্টাখানেক ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিন। এরপর শুকিয়ে নিন।
  • আর এমনি সময়ে মেকআপ ব্রাশ সর্বদা পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখবেন। তাহলে ব্রাশগুলো ময়লার হাত থেকে রক্ষা পাবে।
  • চেষ্টা করবেন সপ্তাহে ১ দিন অন্তত মেকআপ ব্রাশগুলি পরিষ্কার করার।
  • মেকআপ ব্রাশ পরিষ্কার করার সময় বেশি ঘষাঘষি করবেন না কখনওই এতে ব্রিসেলসগুলি নষ্ট হয়ে যেতে পারে।
  • মেকআপ ব্রাশ পরিষ্কার করার সময় খেয়াল রাখবেন, ব্রাশের যে অংশ হ্যান্ডেলের সাথে যুক্ত হয়েছে, সেই অংশ যেন জলে না ভেজে। কারন ওই অংশটি আঠা দিয়ে আটকানো থাকে। তাতে জল লাগলে আঠা নরম হয়ে হ্যান্ডেল থেকে ব্রাশ আলাদা হয়ে যেতে পারে।
  • ব্রাশ পরিষ্কার করার পর তা পুরোপুরিভাবে শুকিয়ে নেবেন। ভেজা ব্রাশে কখনওই মেকআপ প্রোডাক্ট লাগাবেন না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.