কাঁচের শিশির ঢাকনা শক্ত হয়ে আটকে গিয়েছে? সহজেই খুলতে পারবেন এই ৩ উপায়ে


Odd বাংলা ডেস্ক: আচারের বয়াম বা অন্য কোনও কাঁচের শিশি খোলা অনেকের জন্য কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়াতে পারেঅনেক সময় এমন হয়, তাড়াহুড়োতে কিছুতেই আর খোলা হয়ে ওঠে না ফলে দিনের পর দিন টাইট অবস্থাতেই পড়ে থাকে আচার। এখানে কিছু কার্যকর উপায়ের কথা বলা হল, যার সাহায্যে আপনি আচারের বয়াম খুব সহজেই খুলতে পারবেনI

১) গরম জল- প্রথমে জল গরম করে একটি পাত্রে ঢেলে নিন, তবে জল যেন ফুটন্ত গরম না হয়, তা নাহলে কাঁচের বয়াম ফেটে যেতে পারেI এখন বয়াম টিকে উল্টো করে ধরে গরম জলে ডুবিয়ে দেবেনI ঢাকনা টিকে কিছু মিনিটের জন্য গরম হতে দিনI জল এর তাপ ঢাকনার ধাতুকে বৃদ্ধি করতে সাহায্য করবে যার ফলে বয়াম থেকে ঢাকনা আলাদা হয়ে যাবেI শুধু মনে রাখবেন জলের ভিতরে বয়াম টিকে ঘোরাতে থাকবেনI ভাল করে বয়াম টিকে ধরে গামছা দিয়ে ঢাকনি টিকে ঘুরিয়ে খুলবেনI

২) ঢাকনা তে রবার ব্যান্ড ব্যবহার করুন- যদি ঢাকনা চওড়া হয়ে থাকে, একটি রবার ব্যান্ড ঢাকনার উপর লাগিয়ে নেবেনI এটা ধরে চাপ দেবেন এবং ঢাকনা টিকে ঘোরাবেনI যদি এটা কাজ না করে তাহলে আরেকটি রবার ব্যান্ড ব্যবহার করবেন যার ফলে এই পদ্ধতি আরও কার্যকর হবেI

৩) মাখন লাগানোর ছুরি আসতে পারে কাজে-  বয়াম খোলার সবচেয়ে ভাল উপায় হতে পারে মাখন লাগানোর ছুরির ব্যবহারI সবধানে ছুরিটি ঢাকনা এবং বয়াম এর মাঝখানে স্লাইড করে ঢোকাবেন এবং ছুরিটিকে একটু মচকাবেন যার ফলে ঢাকনা খুলতে পারেI যত্ন সহকারে করবেন তাহলে বয়ামের কোনো ক্ষতি হবে নাI

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.