কেবল দীপাবলি নয়, সার বছর প্রদীপ জ্বালান, পাবেন কিছু অসাধারণ সুফল, জেনে নিন


Odd বাংলা ডেস্ক: হিন্দু বাড়িতে গৃহস্থের বাড়িতে প্রদীপ জ্বালানোর একটা রেওয়াজ রয়েছে। বলা হয়, ধূপ-দ্বীপে দেবতার আরাধনা করলে দেবতাকে সন্তুষ্ট করা যায়। তবে কেবল দেবতাকে সন্তুষ্টই নয়, পেতে পারেন অসাধারণ কিছু সুফল। যেমন ধরুন-

  • রাতে যাঁদের খারাপ স্বপ্ন দেখার অভ্যাস আছে কিংবা হঠাৎ করেই খারাপ স্বপ্ন দেখেন তাঁরা প্রতিদিন হনুমানজির সামনে প্রদীপ জ্বালিয়ে আরাধনা করুন, সুফল পাবেন।

  • অনেক সময় দেখা যায় অতিরিক্ত পরিশ্রম করেও সেই অর্থে টাকা হাতে আসছে না, এমনটা হলে প্রতিদিন সন্ধ্যাবেলায় কুবের দেবতার কাছে প্রদীপ জ্বালিয়ে আরাধনা করুন।

  • যাঁরা বিভিন্ন কারণে সব সময় শারীরিক সমস্যায় ভুগতে থাকেন তাঁরা প্রতিদিন সূর্যোদয়ের পর সূর্য দেবের দিকে মুখ করে প্রদীপ জ্বালিয়ে রাখুন সুফল পাবেন।

  • অনেকেই এমন রয়েছেন, যাঁদের বিবাহ সংসক্রান্ত অনেক সমস্যা থাকে। ঠিকসময় বিয়ে না হওয়া, বিয়ের কথা হলেও ভেঙে যাওয়া, তাছাড়া যাঁদের দাম্পত্য কলহ হয় তাঁরা রাধা কৃষ্ণের সামনেই প্রতিদিন প্রদীপ জ্বালান।

  • কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে সাফল্য আনতে চাইলে প্রতিদিন গণেশ ঠাকুরকে উদ্দেশ করে প্রদীপ জ্বালান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.