ভূত চতুর্দশীতে ১৪ শাক খাওয়ার রীতি রয়েছে, জেনে নিন কোন কোন শাক পড়ে এই তালিকায়
Odd বাংলা ডেস্ক: কার্তিক মাসের অমাবস্যায় কালী পুজোর আগের দিনটি হল চতুর্দশী। আর একেই ভূত চতুর্দশী হিসাবে পালন করা হয়। আর এই ভূত চতুর্দশীর দিন মেনে চলা হয় বেশকিছু রীতি। এই যেমন ধরুন, দুপুরে ১৪ শাক খাওয়া বা সন্ধেবেলা সারা বাড়ি ১৪ প্রদীপে সাজানো।
বলা হয় অন্ধকার দূর করার পাশাপাশি বর্তমান প্রজন্ম তাঁর চৌদ্দ পুরুষদের উদ্দেশে আলো দান করেন। এখনও অনেক বাড়িতেই সারা কার্তিক মাস জুড়ে আকাশ প্রদীপ জ্বালানোর রীতি চোখে পড়ে। তবে এই ১৪ শাক খাওয়া একটা রীতি হলেও এই বিধি কিন্তু স্বাস্থ্যসম্মত। আবহাওয়ার পরিবর্তনের জন্য এই সময়ে শরীর সুস্থ রাখতে এই ১৪ শাক খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারি। এক ঝলকে দেখে নিন কোন কোন শাক এই ১৪ শাকের তালিকায় পড়ে।-
- ওল শাক
- কেঁউ শাক
- বেতো শাক
- সর্ষে শাক
- নিম শাক
- কালকাসুন্দে শাক
- জয়ন্তী শাক
- শাঞ্চে শাক
- হিলঞ্চ শাক
- শৌলফ শাক
- পলতা শাক
- গুলঞ্চ শাক
- ভাঁট শাক
- শুষণী শাক
বর্তমানে বাজারে চৌদ্দ শাক বলে যা বিক্রি হয়, তার মধ্যে এর কয়প্রকার তাতে থাকে, সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আর তা খতিয়ে দেখাও সম্ভব নয়, কারণ আজকের যুগের অনেকেই এর বেশিরভাগই চোখে দেখেছে বলে মনে হয় না। তবে পঞ্জিকা অনুসারে এইগুলিই কিন্তু ১৪ শাক হিসাবে পরিচিত।
Post a Comment