সাইকেল-আরোহীদের জন্য সুখবর! এবার থেকে সাইকেল নিয়ে ওঠা যাবে মেট্রোতে


Odd বাংলা  ডেস্ক: এমনিতে সাইকেল আরোহীরা দূরস্থানে গন্তব্যে পৌঁছতে মেট্রো ব্যবহার করেন। এমন অনেকেই রয়েছেন যাঁরা সাইকেল স্ট্যান্ডে সাইকেল জমা রেখে, মেট্রো ধরেন, তারপর স্টেশনে নেমে বাস-অটো বা অন্য কোনও পরিবহনের সাহায্য নেন। কিন্তু কোচি মেট্রোর তরফে নেওয়া হয়েছে এক অভিনব সিদ্ধান্ত। এবার থেকে যাত্রীরা সাইকেল নিয়েই উঠতে পারবেন মেট্রোতে। 

কোচি মেট্রো আধিকারিকদের তরফে জানানো হয়েছে, যাত্রীরা এখন থেকে নিজেদের সাইকেল নিজেদের সঙ্গে করে মেট্রোয় সওয়ার কপতে পারবেন। তবএ আপাতত এই সুবিধা যে যে মেট্রো স্টেশনগুলিতে উপলব্ধ থাকবে সেগুলি হল- চাঙ্গামপুঝা পার্ক, পালারিভাট্টম, টাউনহল, এর্নাকুলাম সাউথ, মহারাজা কলেজ এবং এর্নাকুলাম মেট্রো স্টেশন। 

যাত্রীদের মধ্যে যাতে মোটরচালিত যানবাহনের ওপর নির্ভরতা কমে, সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কোটি মেট্রোর অতিরিক্ত চিফ সেক্রেটারি অলকেশ কুমার শর্মা। তিনি আরও বলেন, এই পরিষেবা চালু হলে যাত্রীদের মধ্যে সাইকেল চালানোর পরিমাণ বাড়বে এবং মোটরচালিত যানবাহন কম চলায় দূষণের মাত্রাও কম হবে। 

আরও জানা গিয়েছে যে, যাত্রীদের সাইকেল নিয়ে স্টেশনে প্রবেশের জন্য লিফট ব্যবহার করার সুযোগ দেওয়া হবে। ট্রেনের দুই প্রান্তে সাইকেলগুলি রাখা যাবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.