বামেদের ধর্মঘটে শক্তি প্রদর্শন, রাজ্য জুড়ে জনজীবন বিপর্যস্ত

Odd বাংলা ডেস্ক: কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকে দেশজুড়ে চলছে সাধারণ ধর্মঘট। কলকাতার ধর্মতলা, কোচবিহার, ব্যারাকপুর, সিউড়িতে বিক্ষোভ দেখিয়েছে বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনগুলি। ধর্মঘটের সমর্থনে কোথাও কোথাও অবরোধ করা হয়েছে। শিয়ালদহ দক্ষিণ শাখায় লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। মেন লাইনেও আটকানো হয়েছে ট্রেন। বেলা যত বাড়ছে, তত ধর্মঘটের প্রভাব পড়ছে।

আগামী বছর বিধানসভা ভোটের আগে ধর্মঘটকে সামনে রেখে বৃহস্পতিবার শক্তি পরীক্ষায় নেমেছে বাম এবং কংগ্রেস। কেন্দ্রের শ্রমিক-সহ বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং সাত দফা দাবি-সহ দেশজুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘট করা হচ্ছে। ভারতীয় মজদুর সংঘ ছাড়া ১০ টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন সেই ধর্মঘটে সামিল হয়েছে। ইস্যুগুলিতে সমর্থন জানালেও ধর্মঘটের বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। বরং অন্যান্যবারের মতো সরকারি কর্মচারীদের উপস্থিতি নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। বিজেপি অবশ্য ধর্মঘটের বিরোধিতা করছে। সেজন্য গেরুয়া শিবিরের কর্মীরা রাস্তায় নামতেও পারেন। বামেদের দাবি, দেশজুড়ে ২৫ কোটি মানুষ ধর্মঘটে সামিল হয়েছে।

ধর্মঘটে সামিল হয়েছে ‘অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িস অ্যাসোসিয়েশন’ (এআইবিইএ)। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ছাড়া অধিকাংশ ব্যাঙ্কের কর্মী-অফিসাররা সেই ইউনিয়নের ছাতার তলায় আছে। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত, পুরনো বেসরকারি এবং কয়েকটি বিদেশি ব্যাঙ্কের চার লাখ কর্মী এআইবিইএয়ের সদস্য। তার ফলে দেশজুড়ে রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কগুলির পরিষেবা ধাক্কা খেতে পারে। এটিএম পরিষেবাও ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

একনজরে ধর্মঘটে রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি -

১) কোচবিহারে টায়ার চালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। রাস্তা অবরোধ করা হয়েছে। বাস লক্ষ্য করে ছোড়া হয়েছে পাথর।

২) ব্যারাকপুরেও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে।

৩) সিউড়িতে সকাল থেকেই ধর্মঘটের সমর্থনে মিছিল বের করেছে  বাম এবং কংগ্রেস। আটকানো হয়েছে বাস। সিউড়ি বাসস্ট্যান্ডে বিক্ষোভ দেখাচ্ছেন কর্মচারীরা।


৪) যাদবপুরে সকাল ছ'টা থেকেই শুরু হয়েছে বামপন্থীদের মিছিল। যাদবপুর এইট-বি বাসস্ট্যান্ড থেকে সুলেখা পর্যন্ত মিছিল করা হচ্ছে। আপাতত কোনও অবরোধ করা হয়নি। বরং বারেবারে এইট-বি বাসস্ট্যান্ড থেকে সুলেখা পর্যন্ত সেই মিছিল ঘুরছে। এইট-বি বাসস্ট্যান্ডেও স্বাভাবিকভাবে বাস চলাচল করছে। যাত্রীরাও যাতায়াত করছেন। তাঁদের আপাতত আটকানো হয়নি।


৫)  শিয়ালদহ মেন লাইনে মোটের উপর স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করছে। ইচ্ছাপুর ট্রেন আটকে দিয়েছেন বাম কর্মী-সমর্থকরা। দক্ষিণ শাখায় ব্যাহত হয়েছে পরিষেবা। ডায়মন্ড হারবার লাইনের একাধিক জায়গায় ওভারহেড তারে কলাগাছ ফেলে দেওয়ার এবং বিক্ষোভের খবর মিলেছে। সুভাষগ্রামে আটকানো হয়েছে ট্রেন। ক্যানিংয়ে ট্রেনের সামনে উঠে বিক্ষোভ দেখানো হচ্ছে।


৬) হাওড়া স্টেশন চত্বরে আপাতত স্বাভাবিকভাবেই বাস চলাচল করছে। বরং অন্যদিনের তুলনায় সরকারি বাস ৩০-৪০ শতাংশ বেশি আছে। চালকরা হেলমেট পরেই বাস চালাচ্ছেন। পুলিশও বাড়তি তৎপর। হাওড়া সিটি পুলিশের বিশেষ বাহিনী নিয়মিতভাবে হাওড়া স্টেশন চত্বরে টহল দিচ্ছে। তবে বেসরকারি বাসচালকরা জানিয়েছেন, বেলা বাড়লে যদি অবরোধ-বিক্ষোভ হয়, তাহলে তুলে নেওয়া হবে বাস।  


৭) ধর্মঘটের সমর্থনের ধর্মতলায় পথ অবরোধ বামেদের। পোড়ানো হয়েছে কুশপুতুল।


৮) রানিগঞ্জে সকাল থেকেই জমায়েত হয়েছেন অবরোধকারী। ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। দুর্গাপুর স্টেশন বাজার চত্বরে পথ অবরোধ করা হয়েছে।


৯) মধ্যমগ্রামে আপ-ডাউন লাইনে বিক্ষোভ চলছে। বনগাঁ লোকাল লক্ষ্য করে পাথর ছোড়া হয়। তা নিয়ে যাত্রীদের সঙ্গে ধর্মঘট সমর্থনকারীদের বচসা হয়েছে। প্রায় এক ঘণ্টা ধরে চলছে অবরোধ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.