মা কালী বায়না করেন ঘরের মেয়ের মতো, তাঁকে দিতে হয় ভ্যানিটি ব্যাগ, সাজের জিনিস!


Odd বাংলা ডেস্ক:  মা কালীর রুদ্র মূর্তির সঙ্গে সকলেই পরিচিত। প্রকৃত অর্থে কাল (সময়)-কে কলন (রচনা) করেছেন যিনি তিনিই হলেন কালী। তন্ত্রপূরাণ অনুসারে, কালীর একাধিক রূপের উল্লেখ পাওয়া যায়।  

কিন্তু মা কালীর হাতে খড়্গের সঙ্গে রয়েছে আধুনিক পার্স। শাড়ি, গয়না তো আছেই, তার সঙ্গেই মাকে দেওয়া হয়েছে লিপস্টিক, বডি স্প্রে এবং নেল পলিশ, এমনটা কি কখনও শুনেছেন? কিন্তু সকলের মা হলেও বাড়ির মেয়ের মতো করেই পুজো করা হয় নদিয়ার কৃষ্ণনগরের রথতলার সাহাবাড়ির মা কালী। বৈশাখ মাসের অমাবস্যায় দেবীমূর্তি বদলানো হয়। 


কালীপুজোতেও প্রথাগত সাজের সঙ্গেই বাড়ির এই মায়ের সাজগোজের জন্য দেওয়া হয় রূপসজ্জার বিভিন্ন সরঞ্জাম। বাড়ির সকলের বিশ্বাস মা বাড়ির মেয়ের মতোই তাঁদের কাছ থেকে এগুলি আবদার করেন। মায়ের ভোগও বেশ অভিনব। মিষ্টির নানা রকম পদ তো থাকেই, তার সঙ্গে থাকে খিচুড়ি, পোলাও, পায়েস। মা ঠিক যেমনটা চান, তেমন করেই নাকি তাঁর ভোগের আয়োজন করা হয়। 

গৃহকর্তা সত্যনারায়ণ সাহার কথায়, স্বপ্নে মেয়ে রূপেই মা কালীর দর্শন পেয়েছিলেন তাঁর স্ত্রী জয়শ্রীদেবী। তার পর থেকেই বাড়িতে মূর্তি প্রতিষ্ঠা করে মায়ের সেবায় ব্রতী হয়েছেন তাঁরা। এমনকী, আলাদা করে কোনও মন্দির নয়, মায়ের মূর্তি রাখা হয় সাহা বাড়িতেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.