এরাজ্যে গরুদের নিরাপত্তার জন্য জনসাধারণকে দিতে হবে কর, চালু হতে চলেছে 'গোমাতা ট্যাক্স'
Odd বাংলা ডেস্ক: এর আগেই গরুদের নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল বিশেষ 'গো মন্ত্রীসভা'। আর এবার গরুদের কল্যানের কথা মাথায় রেখেই সাধারণ মানুষের কাছ থেকে আলাদা করে ট্যাক্স নেওয়ার কথা ভাবছে মধ্যপ্রদেশ সরকার। রবিবার গোপাষ্টমী উপলক্ষ্যে আগর মালোয়ায় কামধেনু গো অভয়ারণ্যে বক্তব্য রাখার সময় এমনটাই ঘোষণা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান।
এদিন তিনি বলেন, রাজ্যে গো-কল্যাণের জন্য এবং গোয়ালের উন্নতির জন্য তিনি সামান্য কিছু কর বসানোর কথা ভেবেছেন। তার মন্তব্যে সম্মতিও জানান উপস্থিত সকলে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা আমাদের খাবারের থেকে কিছু অংশ গরু এবং কুকুরদের জন্য রেখে দিই। এবার আমরা চাই জনগণের কাছ থেকে আলাদা করে কিছু কর নেওয়া হোক। আৎ ওই অর্থ গরুদের কল্যাণে ব্যবহার করা হবে। '
তিনি আরও বলেন, গোয়ালঘর রক্ষা করার জন্যও আইন আনা হবে বলে জানান তিনি। এছাড়াও গরুদের জন্য আলাদা করে কর নেওয়া ছাড়াও ২হাজারটি শেল্টার হোম গঠন করার কথাও ঘোষণা করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। আর এই হোমের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে স্বেচ্ছাসেবী সংগঠন।
Post a Comment