বাতিল হল মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা, সরাসরি বোর্ডের পরীক্ষায় বসবে পড়ুয়ারা, ঘোষণা মুখ্যমন্ত্রীর


Odd বাংলা ডেস্ক: ২০২১ সালের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগামী বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা বাতিল করা হল, যার ফলে কোনও টেস্ট পরীক্ষা না দিয়ে সরাসরি বোর্ডের পরীক্ষায় বসবে শিক্ষার্থীরা। আজ এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

করোনা পরিস্থিতি বিবেচনা করেই শিক্ষা দফতরের তরফে আগামী বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। প্রসঙ্গত, করোনা মহামারির কারণে চলতি বছরের মার্চ মাস থেকে বন্ধ রয়েছে স্কুল। 

শহরের দিকে অনলাইন পঠন-পাঠনের ওপর বেশি গুরুত্ব দেওয়া হলেও, গ্রামেগঞ্জে, যেখানে মানুষের রুটি-রুজির সংস্থান একটা চ্যালেঞ্জিং বিষয় সেখানে দাঁড়িয়ে অনলাইন ক্লাস একপ্রকার বিলাসিতা! যার ফলে গ্রামের দিকের একটা নিরাট সংখ্যক শিক্ষার্থীর পড়াশোনা ব্যহত হয়েছে এবং হচ্ছেও।তাই সবদিক বিচার বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.