করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন মহাত্মা গান্ধীর প্রপৌত্র সতীশ ধুপেলিয়া
Odd বাংলা ডেস্ক: সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি করোনার কবল থেকে রেহাই পাননি কেউই। আর এবার করোনার প্রকোপে প্রাণ হারালেন জাতির জনক মহাত্মা গান্ধীর প্রপৌত্র সতীশ ধুপেলিয়া। রবিবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
তাঁর বোন উমা ধুপেলিয়া মেস্ত্রি জানিয়েছেন, গত একমাস ধরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিতিৎসাধীন ছিলেন, আর সেখানেই করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপর থেকে দীর্ঘদিন ধরেই শরীরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়ছিল তাঁর, আর তারপরই মৃত্যু হয়!
সতীশ ধুপেলিয়ার আর এক বোন কীর্তি মেনন জোহানেসবার্গে গান্ধীজির স্মৃতিতে একাধিক প্রকল্পের সঙ্গে যুক্ত। পেশাগত দিক থেকে সতীশ ধুপেলিয়া ছিলেন একজন ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফার, গণমাধ্যমের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ১৯৮০ সালে দক্ষিণ আফ্রিকার আখের খেতে কাজ করতে আশা ভারতীয় শ্রমিকদের স্মৃতির উদ্দেশে তৈরি করা করা হেরিটেজ ফাউন্ডেশনের সঙ্গে তাঁর সক্রিয় যোগাযোগ ছিল।
Post a Comment