মরশুমের প্রথম তুষারপাত হল হিমাচল প্রদেশে, পর্যটকদের আসার অপেক্ষায় হোটেল মালিকরা

Odd বাংলা ডেস্ক: মরশুমের প্রথম তুষারপাত দেখল হিমাচল প্রদেশে মানুষরা। সেখানকার অন্যতম পর্যটন কেন্দ্র মানালী, এবং সিমলা এবং তার সংলগ্ন জায়গা কুফরি এবম নরকন্ডা সোমবার ঢেকে গিয়েছিল বরফের চাদরে। যার ফলে সেই সব অঞ্চলে এক মনমুগ্ধকরা রূপ দেখা গিয়েছিল প্রকৃতির। সময়মতো তুষারপাতের জেরে স্বভাবতই খুশি হোটেলমালিকরা। এখন তাঁরা পর্যটকদের আসার অপেক্ষায় দিন গুনছেন। 

রাতভোর বৃষ্টিপাত এবং সেইসঙ্গে কনকনে ঠান্ডা হাওয়ার জেরে সোমবার হিমাচলের তাপমাত্রা ছিল সর্বনিম্ন। মরশুমের প্রথম তুষারপাতের জেরে মানালী, কুফরি এবং নরকন্ডা কার্যত হিমশীতল হয়ে গিয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দিনগুলিতে মানালির পাহাড়ি এলাকায় আরও বরফবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কালপার প্রায় ২৫০ কিমি বিস্তৃণ এলাকায় ব্যপক তুষারপাতের সাক্ষী হয়েছে।

আবহাওয়া দফতরের এক আধিকারিকের কথায়, লাহুল ও স্পিতি, ছাম্বা, মান্ডি, কুল্লু ও কিননৌওর জেলার উচ্চতম এলাকায় রবিবার থেকেই তুষারপাত শুরু হয়েছে। বেশ কয়েকদিন ধরেই আবহাওয়া খারাপ থাকার পর ফের উন্নতি হবে বলে জানানো হয়েছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.