'লিখে দিতে পারি, নীতিশ কুমার আর বিহারের মুখ্যমন্ত্রী হতে পারবেন না', দৃঢ় কণ্ঠে জানালেন চিরাগ পাসওয়ান


Odd বাংলা ডেস্ক: আজ বিহারে দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচন। আর এদিন সকালেই লোক জনশক্তি পার্টি তথা এলজেপি প্রধান চিরাগ পাসওয়ান জানিয়ে দিলেন যে, এবারের বিহার ভোটের ফল প্রকাশের পর আর নীতিশ কুমার মুখ্যমন্ত্রীর পদে ফিরে যেতে পারবেন না। 

সর্বভারতীয় সংবাদসংস্থা এএনআই-তে চিরাগ জানিয়েছেন, 'আপনাদের আমি লিখে দিতে পারি যে নীতিশ কুমার ১০ নভেম্বরের পরে আর কখনওই মুখ্যমন্ত্রী থাকবেন না।' বিহারের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আরও জানিয়েছেন, 'আমার এখানে কোনও ভুমিকা পালন করার দরকার নেই, আমি কেবল চাই বিহার আগে, বিহারী আগে। আমি চাই ৪ লক্ষ বিহারীর পরামর্শ অনুসারে ভিশন ডক্যুমেন্ট অনুসারে কাজ করা হোক।' চিরাগ আরও বলেন, 'কেবলমাত্র ঔদ্ধত্যের জন্য মানুষ বড় বড় ক্ষমতাবানকেও পদচ্যুত করেছেন।'


অন্যদিকে মঙ্গলবারই রাষ্ট্রীয় জনতা দল তথা আরজেডি-র নেতা তেজস্বী যাদব জানিয়েছেন, এবার পরিবর্তনের সুনামি আসতে চলেছে। বিহারের মানুষ শিক্ষা, স্বাস্থ্যপরিষেবা, মুদ্রাস্ফীতির মতো বিষয়গুলিকে সামনে রেখেই ভোট দেবেন। আজকের পর বিহারে তৃতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ নভেম্বর এবং নির্বাচনের ফল প্রকাশিত হবে ১০ নভেম্বর। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.