এবার একটা মিসড কল দিলেই বুক করে ফেলতে পারবেন ট্যাক্সি, জেনে নিন কীভাবে
Odd বাংলা ডেস্ক: করোনা সংক্রমণ এড়াতে বিশেষ উদ্যোগ। এবার থেকে কেবল মোবাইলে মিসড কর দিলেই বুক করে ফেলতে পারবেন প্রিপেইড ট্যাক্সি। খুব শীঘ্রই বিমানবন্দর এবং হাওড়া স্টেশনের যাত্রীদের জন্য এই পরিষেবার চালু করা হচ্ছে। তবে স্থানীয় বিধাননগর পুলিশ কমিশনারট বিমানবন্দরে সোমবার থেকেই এই পরিষেবা চালু করে দিয়েছে। পাশাপাশি হাওড়া স্টেশনেও এই পরিষেবা চালু করার জন্য হাওড়া সিটি পুলিশকে প্রস্তাব দিয়েছে।
বিমানবন্দর সূত্রে খবর, করোনা পরিস্থিতিতে প্রিপেইড ট্যাক্সি বুথের লাইনে যাত্রীদের ভিড় কম করতেই এই ব্যবস্থা চালু করা হয়েছে। যাত্রীদের ৭৪৩৯৭৫১৮৫৫-এই নম্বরে মিসজ কল দেওয়ার কথা বলা হচ্ছে। যাত্রীরা মিসড কল দিলেই তাঁদের মোবাইলে একটি টোকেন টাইম পাঠানো হচ্ছে। সেই সময় অনুসারে নির্দিষ্ট কাউন্টারে গিয়ে যাত্রীরা টাকা জমা দিয়ে রসিদ নিয়ে ট্যাক্সি বুকিং করতে পারবেন।
Post a Comment