অনলাইন নিউজ পোর্টাল এবং ডিজিটাল প্লাটফর্ম এবার থাকবে কেন্দ্রীয় সরকারের অধীনে


Odd বাংলা ডেস্ক: অনলাইন নিউজ পোর্টাল, নেটফ্লিক্স-এর মতো অনলাইন স্ট্রিমিং চ্যানেল এবং সোশ্যাল সাইট এবার চলে এল কেন্দ্রীয় সরকারের নজরদারিতে। এবার থেকে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আওতায় চলে আসছে এগুলি। 

মুদ্রণ মাধ্যমের জন্য যেমন রয়েছে প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া, নিউজ চ্যানেলের ওপর নজরদারি চালায় নিউজ ব্রডকাস্টার অ্যাসোসিয়েশন, বিজ্ঞাপন সম্পর্কিত যাবতীয় বিষয় দেখভাল করে অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অবং অব ইন্ডিয়া, চলচ্চিত্রের ওপর নজরদারি চালাতে রয়েছে সিবিএফসি বা সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন। কিন্তু এতদিন পর্যন্ত অনলাইন খবরের পোর্টাল বা স্ট্রিমিং-এর ডিজিটাল কনটেন্টের ওপর নজরদারি চালাতে কোনও আইনগত বা স্বশাসিত সংস্থা ছিল না ভারতে। 

এমনই একটি স্বশাসিত সংস্থার মাধ্যমে ওটিটি প্লাটফর্মগুলির ওপর নজরদারি চালানোর দাবি নিয়ে পিটিশন দাখিল করা হয়েছিল সুপ্রিমকোর্টে। আর সেই বিষয়েই গত মাসে এবিষয়ে কেন্দ্রের জবাবদিহি চায় সুপ্রিম কোর্ট। এনিয়ে শীর্ষ আদালতের তরফে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক, ইন্টারনেট, মোবাইল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়াকে নোটিশ দেয়। 

পিটিশনে দাবি বলা হয়েছে, সেন্সরবোর্ডের অনুমতি ছাড়াই ওটিটি প্লাটফর্ম ও অন্যান্য ডিজিটাল মিডিয়া প্লাটফর্মের সাহায্যে নির্মাতারা নিজেদের কোনও সিরিজ বা ফিল্ম দর্শকদের সামনে তুলে ধরতে পারেন, এতে কোনও নয়ন্ত্রণ নেই। এর জন্য প্রয়োজন পড়ে না কোনও সার্টিফিকেশনের। প্রসঙ্গত, নিউট পোর্টাল ছাড়াও নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হটস্টার-এর মতো সমস্ত স্ট্রিমিং পরিষেবা এই ওটিটি প্লাটফর্মের অন্তর্গত। 

প্রসঙ্গত, এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রক একটি পৃথক মামলায় শীর্ষ আদালতকে জানিয়েছিল যে, ডিজিটাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করার দরকার রয়েছে এবং মিডিয়াতে ঘৃণ্য বক্তব্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে গাইডলাইন দেওয়ার আগে আদালত প্রথমে একাধিক ব্যক্তি নিয়ে গঠিত একটি কমিটি নিয়োগ করতে পারে।

গত বছর তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাড়কর বলেছিলেন যে গণমাধ্যমের স্বাধীনতা রোধ করতে পারে, এমন কোন পদক্ষেপ সরকার নেবে না। তবে তিনি এও বলেন যে, শীর্ষস্থানীয় প্ল্যাটফর্মগুলির উপর একধরণের নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকা প্রয়োজন ঠিক যেমনটা রয়েছে সিনেমা, মুদ্রণ ও বৈদ্যুতিন মিডিয়ায়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.